আজকের পত্রিকা ডেস্ক
ভারতের উদ্ভাবিত করোনা টিকা ‘কোভ্যাক্সিন’ ৭৭ দশমিক ৮৮ শতাংশ কার্যকর বলে ওঠে এসেছে মেডিকেল সাময়িকী ‘দ্য লেনসেটের’ এক প্রতিবেদনে। শক্তিশালী ডেলটা ধরনের বিরুদ্ধেও টিকাটি ৬৫ দশমিক ২০ শতাংশ কার্যকর। তবে ডেলটার বিরুদ্ধে কার্যকরের বিষয়টি চূড়ান্ত হতে আরও সময় লাগবে।
এনডিটিভি জানায়, ২০২০ সালের নভেম্বর থেকে চলতি বছরের মে মাসের মধ্যে ভারতে ২৪ হাজার ৪১৯ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখেছে লেনসেট। ১৮-৯৭ বছর বয়সী এসব করোনা রোগীদের প্রথম ডোজ দেওয়ার দুই সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। টিকার কারণে কোনো মৃত্যু বা তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
ইতিমধ্যে ১০ কোটি ডোজের বেশি কোভ্যাক্সিন উৎপাদন করেছে ভারত। সম্প্রতি এটির জরুরি ব্যবহার অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।