ময়মনসিংহ প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আতিকুল ইসলাম খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি আতিকুল ইসলাম খান পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গতকাল রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী শফিকুল হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি মো. আতিকুল ইসলাম খান ২০১৬ সালে পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার নামে সোনালী ব্যাংক হিসাবের সাতটি চেকের মাধ্যমে জালিয়াতির করে মোট ২৫ লাখ ৫৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় ২০১৭ সালে দুদক বাদী হয়ে পূর্বধলা থানায় একজনকে আসামি করে মামলা করেন। পুলিশ ২০১৯ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগ পত্র দায়ের করে।
শফিকুল হাসান আরও জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সে অনুযায়ী আসামির বিরুদ্ধে আদালত এই রায় ঘোষণা করেন।