হোম > ছাপা সংস্করণ

মাঠ প্রশাসনে বিশৃঙ্খলা-উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিল জনপ্রশাসন। বিশেষ করে মাঠ প্রশাসনে কর্মরতদের বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত যেমন হয়েছে, তেমনি বিতর্ক এবং বিশৃঙ্খলারও জন্ম দিয়েছে। বরিশালে রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রশাসনের কর্মকর্তারা জড়িয়ে পড়ায় উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। প্রশাসনের কর্মকর্তাদের সমালোচিত পদক্ষেপে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছে সরকারের উচ্চপর্যায় থেকেও। এ ছাড়া চলতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব চাওয়ার বিষয়টিও বছরব্যাপী আলোচনায় ছিল।

ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা চালানো হয় ইউএনওর বাড়িতে। গুলি চালানো হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর। এর জের ধরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে আসামি করে মামলা হয়। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এ নিয়ে এক বিবৃতিতে রাজনীতিবিদদের নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন। ঘটনার উত্তাপ ছড়ায় সারা দেশে। পরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের হস্তক্ষেপে এই ঘটনার সমাধান হয়।

এর আগে ১৭ মে ফুলগাছ খাওয়ার অভিযোগে একটি ছাগল আটক করেন বগুড়ার আদমদীঘির ইউএনও সীমা শারমিন। ছাগলের মালিককে তিনি ২ হাজার টাকা জরিমানাও করেন। পরে মালিককে না জানিয়ে তিনি ছাগলটি বিক্রি করে দেন। এ নিয়ে সমালোচনার মুখে নিজেই জরিমানার টাকা পরিশোধ করে মালিককে ছাগল ফিরিয়ে দেন ওই ইউএনও। পরে তাঁকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

১৯ মে খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন করেন নারায়ণগঞ্জের সদর উপজেলার ফরিদ আহমেদ। সহায়তা দিতে গিয়ে উপজেলা প্রশাসনের লোকজন খবর পান, ওই ব্যক্তি একজন সামর্থ্যবান ব্যক্তি। ওই তথ্যের ভিত্তিতে সদরের ইউএনও আরিফা জহুরা ওই ব্যক্তিকে জরিমানা করেন। কারাদণ্ডের ভয়ে ধারদেনা করে ফরিদ ১০০ জনকে খাদ্য সহায়তা দেন। পরে জানা যায়

ফরিদের অর্থনৈতিক অবস্থা আসলেও সঙিন। এ নিয়ে সমালোচনা শুরু হলে তাঁকে জরিমানা বাবদ খাদ্য বিতরণের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়।

করোনাকালীন বিধিনিষেধের মধ্যে ২ জুলাই চেম্বারে যাওয়ার পথে ডা. ফরহাদ কবিরকে চেকপোস্টে আটক করেন চট্টগ্রামের সাতকানিয়ার ইউএনও নজরুল ইসলাম। পরিচয় জেনেও চিকিৎসককে জরিমানা করায় ইউএনও চেকপোস্টে তল্লাশিতে পড়েন। পরিচয় জেনেও এই চিকিৎসককে জরিমানা করেন ইউএনও। এ নিয়ে সমালোচনা হলে ওই ইউএনওকে ওএসডি করা হয়।

এভাবে ৪ অক্টোবর আপা সম্বোধন করায় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী জামাল উদ্দিনের ওপর চটে যান কুমিল্লার বুড়িচংয়ের ইউএনও মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন এবং ওই ব্যবসায়ীকে মা ডাকতে বাধ্য করেন। এ নিয়েও বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ৮ জুলাই স্যার না বলে আপা ডাকায় মানিকগঞ্জের সিঙ্গাইরের ইউএনও রুনা লায়লার নির্দেশে এক ব্যবসায়ীকে পেটায় পুলিশ।

শুধু মাঠ প্রশাসন নয়, বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন উচ্চপদস্থরাও। হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত মায়ের সেবাযত্নের জন্য মন্ত্রণালয়ের ২৪ কর্মকর্তা-কর্মচারীকে অনানুষ্ঠানিকভাবে নিয়োজিত করে বিতর্কের মুখে পড়েন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

২৮ অক্টোবর দপ্তর থেকে ১৭টি নথি গায়েবের ঘটনায় জিডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কয়েকজন কর্মচারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করলেও গায়েব হওয়া ফাইল এখনো উদ্ধার হয়নি।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে, তেমনি অনেক ক্ষেত্রে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার ঘটনা নিয়েও জলঘোলা হয়েছে অনেক। সাংবাদিককে অবৈধভাবে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে দেওয়া শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি। আবার আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের সাবেক ডিসির বেতন অর্ধেক কমানোর পাশাপাশি তাঁর পদোন্নতি আজীবনের জন্য আটকে দিয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে।

এদিকে সরকারি কর্মচারীদের প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হিসাব দেওয়ার কথা থাকলেও কেউ তা দেন না। এ বছর এ আইন কার্যকরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্বিক পরিস্থিতি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ প্রশাসনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সমাধান করা হয়েছে। কর্মকর্তাদের আরও ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে। সঠিক কর্মকর্তাকে সঠিক জায়গায় পদায়ন করা হয়েছে। মহামারির মধ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন। জনমুখী জনপ্রশাসন গড়তে যেসব অন্তরায় রয়েছে, তা যেন আর না থাকে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন