হোম > ছাপা সংস্করণ

ক্যাসিনো দিয়ে ঈদ মাতাবেন নিরব-বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

করোনার আগে শুটিং শুরু হয়েছিল সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমার। দীর্ঘ অপেক্ষার পর এবার কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব হোসেন ও শবনম বুবলী। ক্যাসিনো মুক্তি উপলক্ষে গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাসিনো সিনেমার কলাকুশলীরা।

নিরব বলেন, ‘ক্যাসিনো বিগ বাজেটের সিনেমা। যাঁরা সিনেমাটি দেখবেন তাঁরা হল থেকে বের হয়ে প্রশ্ন করবেন কী দেখলাম! দ্বিতীয়বারও সিনেমাটি দেখতে চাইবেন।’ ঈদ উপলক্ষে অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। নিজের সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে নিরব বলেন, ‘শাকিব ভাইয়ের সিনেমার সঙ্গে আমার সিনেমা মুক্তির বিষয়টি চাপ মনে করছি না। তাঁর মতো সুপারস্টারের সঙ্গে আমার একটি সিনেমা মুক্তি পাচ্ছে, বিষয়টি ভালো লাগার। শাকিব খানের সিনেমার প্রচার লাগে না। তবে ঈদের অন্য সিনেমাগুলোর সঙ্গে ক্যাসিনোর ফাইট করার মেরিট আছে বলেই এটি ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুবলী বলেন, ‘নাম শুনেই বোঝা যায় এ সিনেমার থিমটা কী। মারমার কাটকাট অ্যাকশননির্ভর থ্রিলারধর্মী সিনেমা ক্যাসিনো। করোনার আগে নির্মাণ হলেও সিনেমাটির গল্প ও নির্মাণ সমসাময়িক। ঈদে যত সিনেমা আসবে, সবই তার নিজস্ব গতিতে চলবে, ক্যাসিনোও ব্যতিক্রম না। সুস্থ প্রতিযোগিতা থাকুক, কোনো অসুস্থ প্রতিযোগিতা চাই না। কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা একে-অন্যের সহযোগী-সহশিল্পী। সব সিনেমা তো এক নাম্বার হবে না। তবে প্রতিটি সিনেমা দর্শক হলে গিয়ে দেখুক।’

ক্যাসিনো দিয়েই শাকিব খানের বাইরে প্রথম অন্য নায়কের সঙ্গে অভিনয় করেন বুবলী। সে অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে টানা অনেক সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছি। সেই টিমের বাইরে প্রথমবার নিরবের সঙ্গে কাজ করা।

সব মিলিয়ে এই টিমেও পারিবারিক আবহ ছিল, তাই যুক্ত হওয়া। আর নিরবের সঙ্গেও খুব ভালো রসায়ন হয়েছে। যদিও এটা রোমান্টিক সিনেমা না, অ্যাকশন-থ্রিলার ছবি। তবে রোমান্টিক দৃশ্য আছে। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল।’

গত ঈদের মতো এবার ঈদেও দুটি সিনেমা নিয়ে আসছেন বুবলী। এবারই প্রথম কোনো ঈদে শাকিব খানের সঙ্গে সিনেমা নেই বুবলীর।ঈদে শাকিব খানকে মিস করবেন কি না, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে শাকিব খানকে মিস করার ব্যাপারটি তো থাকবেই। সে আমার প্রথম নায়ক। এ ছাড়া প্রতি ঈদেই তার সঙ্গে আমার সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু প্রফেশনাল জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে। তবে মিস ব্যাপারটি একটু কমে গেছে কারণ আমাদের পাশাপাশি তার সিনেমাও আছে এবারের ঈদে।’

ক্যাসিনো সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সারওয়ার। ইতিমধ্যে ক্যাসিনোর টিজার ও টাইটেল গান প্রকাশ পেয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন