হোম > ছাপা সংস্করণ

ভারী যানবাহন পারাপারে ভাঙা হলো সেতুর রেলিং

মো. শামীম হোসেন, পাংশা

রাজবাড়ীর পাংশায় লাঙ্গলবাঁধ সড়কে দুটি সেতুর রেলিং ভেঙে ভারী যানবাহন পারাপার করার অভিযোগ উঠেছে। এতে সেতু এলাকায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতু দুটি পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাঁধ সড়কে। একটি সেতু পাংশা পৌর এলাকার মৈশালা রঘুনাথপুর এলাকায়। অপরটি উপজেলার মৌরাট ইউনিয়নের নন্দীর পুকুরের চালা সংলগ্নে। সেতুটি রুপিয়াট সেতু নামে পরিচিত।

সেতু দুটি পাংশা উপজেলা হয়ে সড়কটি দিয়ে পাশের জেলা মাগুরাসহ জেলার ঝিনাইদহ ও শৈলকুপা উপজেলায় যাতায়াতের একমাত্র (লাঙ্গলবাঁধ) সড়কে। এ ছাড়া মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। এই সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত প্রয়োজনীয় অটো ভ্যান, নছিমন, করিমন, ইজিবাইক সহ খাদ্যসামগ্রী, ওষুধ ও কৃষিপণ্য সরবরাহসহ প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, দুটি সেতুর পশ্চিম পাশ্বের রেলিং সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এ সময় দুটি সেতু এলাকার স্থানীরা জানান, রাজবাড়ী ও মাগুরা জেলার যোগাযোগের জন্য খুলুমবাড়িয়া এবং লাঙ্গলবাঁধ ঘাট এলাকায় গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সড়ক দিয়ে ভারী যানবাহন যোগে সেতুটির নির্মাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সেতু দুটি সরু, ফলে ভারী যানবাহন প্রবেশ করতে পারে না। তাই এই সেতু দুটির এক পাশের রেলিং ভেঙে ভারী যানবাহন পার করা হয়েছে। আগেও সেতু দুটির রেলিং একবার ভাঙা হয়েছিল।

ট্রাক চালক বাদশা আঙ্গীর বলেন, সেতুর রেলিং ভাঙা দূর থেকে বোঝা যায় না। কাছে এলেই হঠাৎ করে চোখে পরে। এতে আতঙ্কে পরতে হয় আমাদের। আমাদের জন্য সেতুটি খুবই বিপদজনক হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান বলেন, ‘গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন সেতুর পাইলিং কাজের জন্য যানবাহন যোগে এই সড়ক দিয়ে মেশিন নেওয়া হয়েছে। মেশিনটি বড় হওয়ায় সেতু দুটির রেলিং ভাঙা হয়েছে। নির্মাণাধীন সেতুর পাইলিং করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। পাইলিং কাজ শেষ হলে মেশিন রিটার্ন দিয়ে সেতুর রেলিং দুটি সংস্কার করে দেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন