ঠাকুরগাঁও প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দলের ৪৯তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। গত রোববার রাতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর শহরের রোড বালিকা উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের জেলা শাখার সহসভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক শুভ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শাহ আলম, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।