হোম > ছাপা সংস্করণ

কোটালীপাড়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, সন্দেহ স্ত্রীর দিকে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়ার গ্রামের ফরিদ শেখ (৪০) দীর্ঘদিন ধরে ঢাকার একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। এ সময়ে ফরিদ শেখের স্ত্রী মুক্তা বেগম (৩৫) একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয় নিয়ে তাঁদের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার রাতে ফরিদ শেখের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোররাতে ফরিদ শেখ মারা যান।

ফরিদ শেখের বাবা ইয়ার আলী শেখ বলেন, তাঁর ছেলে ফরিদ ঢাকায় বাবুর্চির কাজ করতেন। করোনার সময়ে তিনি স্থায়ীভাবে বাড়িতে এসে বসবাস শুরু করেন। বাড়িতে আসার পর থেকেই ছেলের বউ মুক্তা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মুক্তা বেগম বিভিন্ন সময়ে তাঁর ছেলেকে হত্যার হুমকি দিতেন। এ ঘটনায় তাঁর ছেলে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। মুক্তা বেগমই তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বলে ধারণা তাঁর।

তিনি আরও বলেন, মুক্তা বেগমের অত্যাচারে তাঁরা ফরিদের বাড়িতে থাকতে পারতেন না। ফরিদপুরের বাড়ির পাশেই তাঁরা বাড়ি করে সেখানে বসবাস করছেন। ঘটনার রাতে ফরিদের চিৎকার শুনে এসে দেখেন ফরিদের পাশে মুক্তা বেগম দাঁড়িয়ে আছেন।

মুক্তা বেগমকে এলাকায় না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কে বা কারা ফরিদ শেখকে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি। তাঁরা ফরিদ শেখের হত্যাকারী ও হত্যার কারণ বের করার চেষ্টা করছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন