টাঙ্গাইল সংবাদদাতা
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গদুরগাতি আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকার শীতার্ত শতাধিক পরিবারের পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম।
কম্বল পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৬০ পরিবার। তাঁদের একজন ৬০ বছর বয়সী জহিরন বলেন, গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় খুব শীত পড়েছে। গত রাতে শীতে খুব কষ্ট হয়েছে। কম্বল পেয়ে অনেক উপকার হলো। একই কথা বললেন, ৭০ বছরের মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘শীত বাড়তে থাকায় চিন্তায় ছিলাম। ইউএনও কম্বল দিল এতে আমার অনেক উপকার হলো।’
ইউএনও রানুয়ারা খাতুন বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সপ্তাহেও তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া টাঙ্গাইলের মানুষকে যেকোনো সেবা দিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।