হোম > ছাপা সংস্করণ

গোপালগঞ্জে ভোট কেনা নিয়ে সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কেনা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চু তাঁর সমর্থকেদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় এক মহিলা ভোটারের কাছে গিয়ে টাকা দিয়ে ও পবিত্র কোরআন শরীফ হাতে ওয়াদা করে ভোট কিনতে চাইলে ওই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আলমগীর শরীফের সমর্থকেরা বাধা দেন।

এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চুর লোকজন আলমগীর শরীফের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আলমগীর শরীফ অভিযোগ করে বলেন, চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চু ও তাঁর লোকজন ভোট কিনতে গিয়েছিলেন। এ সময় তাঁর লোকজন ভোট কেনায় বাঁধা দেন। এতে লাচ্চুর লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা চালান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। দুই পক্ষকেই অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন