হোম > ছাপা সংস্করণ

ইউএনওর নির্দেশেও বন্ধ হয়নি চন্দ্রগঞ্জের মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশ দিলেও নির্ধারিত সময়ে বন্ধ হয়নি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওয়ান শাহ মেলা।

গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন মেলা প্রাঙ্গণে গিয়ে মেলা বন্ধের নির্দেশ দেন। এ সময় মেলা আয়োজক কমিটির নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওবায়দুর রহমান হিরণসহ দুজনকে আটক করা হয়। পরে থানায় নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার প্রতিশ্রুতি আদায় করে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গতকাল বিকেল ৫টার মধ্যে মেলা বন্ধ করে মালামাল সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। উল্টো মেলার পরিধি আরও বাড়ানো হয়েছে।

মেলা আয়োজক কমিটির নেতা ও স্থানীয় ইউপি সদস্য ওবায়দুর রহমান হিরণ বলেন, মেলা বন্ধ করা হবে বলে থানায় মুচলেকা দিয়েছি। কিন্তু দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসায় মেলা বন্ধ করতে সময় লাগছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, বুধবার বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে মালামাল সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে মেলার কার্যক্রম চালিয়ে গেলে আয়োজক কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নির্ধারিত সময়ে মেলা বন্ধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার জানান, করোনার প্রকোপ বাড়ছে। এ সময় মেলাসহ সব ধরনের জনসমাগম বন্ধ রাখতে সরকারিভাবে বলা হচ্ছে। দ্রুত মেলা বন্ধ না করলে করোনার প্রকোপ আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে এক সপ্তাহ ধরে নমুনা পরীক্ষা অনুপাতে লক্ষ্মীপুরে করোনা শনাক্তের পরিমাণ ২৮ শতাংশ বেড়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন