রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডের উপস্থিতিতে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক (ডিলার) মো. কামাল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন এবং থানা-পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মারধরের শিকার ডিলার মো. কামাল হোসেন জানান, বুধবার সকাল ১০টার ভরসাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তার দোকানে বসে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করছিলেন তিনি। সেখানে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারও উপস্থিত ছিলেন। এ সময় ফোন করে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড তাঁকে চাল বিক্রি করতে নিষেধ করেন। এর কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান বোরহান ৭/৮টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে তাঁর দোকানের সামনে আসেন। দোকানের সামনে নেমেই চেয়ারম্যান তাঁকে চোর বলে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে চেয়ারম্যানের সঙ্গের লোকজন ডিলার কামাল হোসেনকে মারধর শুরু করেন।
মারধরের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন ঘটনাস্থলে গিয়ে উভয়ের বক্তব্য শোনেন। এ সময় দুপক্ষের মধ্যে সমঝোতা করে দেন ইউএনও।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড বলেন, আমার কাছে অভিযোগ এসেছিল ডিলার কামাল হোসেন লোকজনকে মাপে চাল কমে দিচ্ছেন। এরপরে ওই ডিলারের দোকানে গিয়ে আমি অভিযোগের সত্যতা খুঁজে পাই। তবে মারপিটের ঘটনা সত্য নয়, হাতাহাতি হয়েছে মাত্র।
জানতে চাইলে ইউএনও মো. কবীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঘটনাস্থলে গিয়ে উভয়ের মধ্যে সমঝোতা করে পুনরায় চাল বিতরণের ব্যবস্থা করে দিয়ে এসেছি।