চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ভর্তি হতে আসেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জালিয়াতি করে উত্তীর্ণ হওয়া দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ডিসেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের সদস্য আটকের পর চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে দুজনের উত্তীর্ণ হওয়ার সংবাদ পাওয়া যায়। এ ঘটনায় চবি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন না করে উল্টো তাঁদের ভর্তি হওয়ার জন্য পছন্দক্রম অনুযায়ী বিভাগ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই শিক্ষার্থীরা ভর্তি হতে আসেননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাতে প্রকাশিত হওয়া ডি ইউনিটের বিভাগ বণ্টনের প্রথম তালিকায় ছিলেন অভিযুক্ত মো. আশিক হোসাইন (রোল ৪৪১৩৬৭)। তিনি ৭৯তম হওয়ায় পেয়েছিলেন আইন বিভাগ। আর ২৪৯তম হওয়া মো. ফরহাদ হোসাইন (রোল ৪১৬২৩১) পেয়েছিলেন অর্থনীতি বিভাগ। তাঁদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার সময় ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে তাদের কেউই ভর্তি হতে আসেননি।
ডি ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তদের কেউ ভর্তি হতে আসেননি। এলে আমরা বিষয়টি যাচাই করে দেখতাম।’ তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।’