আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরের পাহানপাড়া মহল্লার বাসিন্দা দগ্ধ শাবলু পাহানের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপজেলা প্রশাসন এবং আক্কেলপুর পৌরসভা।
যৌথ সহযোগিতায় শাবলুকে এবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হবে। সেই সঙ্গে তাঁর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের খরচ সরকারিভাবে করা হচ্ছে বলে বিষয়টি গতকাল দুপুরে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান।
এ নিয়ে ১২ মার্চ আজকের পত্রিকায় ‘টাকা নেই, চিকিৎসাও বন্ধ দগ্ধ শাবলুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোয়ালঘরে লাগা আগুনের মধ্যে থেকে গরু বের করার সময় শাবলু পাহানের শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ ছিল।
ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, ‘শাবলু পাহানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসককে নিয়ে গতকাল সকালে একটি মেডিকেল বোর্ড বসিয়েছিলাম। বোর্ডের সিদ্ধান্ত হলো, এখানে রেখেও শাবলুর চিকিৎসা করানো সম্ভব। তবে তাঁর আরও একটু ভালো চিকিৎসা হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাই সিদ্ধান্ত নিয়েছি রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করাব। আবু সাঈদ আল মাহমুদ স্বপন বার্ন ইউনিটে ভর্তির সব ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে তাঁর আগুনে পোড়া ঘরটিও মেরামত করে দেওয়া হবে।’
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমার ছেলেটার পাশে এবার সবাই দাঁড়িয়েছে। আমার বিশ্বাস, সবার সহযোগিতায় ছেলেটা সুস্থ হয়ে উঠবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আর এমও) রুহুল আমিন বলেন,শাবলুর উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ভালো চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।