আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সাড়ে ছয় শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত ওই স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের মাধ্যমে দেওয়া হয়েছে।
গত সোমবার বিকেলে ছাতিয়ানগ্রাম এলাকার আহম কামাল, মোস্তফাসহ বেশ কিছু ভুক্তভোগী স্মারকলিপিটি ইউএনও কার্যালয়ের কর্মকর্তার কাছে জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন সদর এলাকায় সাত থেকে আটজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকদ্রব্য বিক্রি ও সেবন, মেয়েদের উত্ত্যক্ত করা সহ নানা অপকর্ম করে আসছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।