হোম > ছাপা সংস্করণ

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, তালা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছে সেচ্ছাসেব কলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের বনানী এলাকার জেলা বিএনপি কার্যালয়ের চেয়ার, টেবিলসহ ব্যানার ফেস্টুন ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান টোটন। তবে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব।

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার সকাল ১০টায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে আমাদের কর্মসূচিতে বাধাঁ দেওয়াসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে সংঘাত এড়াতে আমরা সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী কোর্ট এলাকায় আমাদের কর্মসূচি পালন করি। সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে বনানী এলাকায় জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়। এ সময় তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।’

পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৈফিক আলী খান কবির বলেন, ‘বিগত সময়ে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষমতাসীনরা যেমন হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তেমনি এখন মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠার এ আন্দোলনেও ন্যক্কারজনকভাবে হামলা করা হচ্ছে। যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে সেখানে মানুষের অধিকার নিয়েও কথা বলা যাচ্ছে না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব বলেন, ‘এটি একটি মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সেচ্ছাসেবকলীগের কোনো সম্পৃক্ততা নেই।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন