হোম > ছাপা সংস্করণ

নতুন বছরের শুরুতে রবীন্দ্রনাথকে স্মরণ

সিলেট সংবাদদাতা

সিলেটে নতুন বছরে রবীন্দ্র স্মরণ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রিকাবী বাজারের কবি নজরুল একাডেমিতে এই অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক সংগঠন গীতসুধার ‘নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে’ এই স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রোহেনা দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতসুধার পরিচালক প্রতীক এন্দ। অতিথি শিল্পী ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী। নৃত্য সংগঠক হিসেবে ছিল নৃত্যশৈলী এবং এমকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে আমাদের জীবনযাত্রা স্থবির ছিল। তবে আশার কথা হচ্ছে এই ভয়, এই অবরুদ্ধ অবস্থাও চিরস্থায়ী নয়। কবিগুরুর ভাষায় ‘নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার’। অবশেষে সুদীর্ঘ দুই বছরের রুদ্ধদ্বার অবস্থার অবসানের পর সবাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এমন আনন্দের মুহূর্তে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। যিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে অমরত্ব লাভ করে গেছেন। ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। নতুন বছরকে গীতসুধা বরণ করে নেবে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের কিছু নান্দনিক পরিবেশনার মাধ্যমে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন