হোম > ছাপা সংস্করণ

আজ থেকে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা শুরু

পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রমে মাছ শিকারে আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। পটুয়াখালী জেলার চর রুস্তুম থেকে ভোলা জেলার চর ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় জেলেরা যেন মাছ শিকার না করেন, সে জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

তবে এই দুই মাস জেলে পরিবারগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। জানা যায়, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশে প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করার পাশাপাশি এখন ইলিশের পোনাগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা এবং মাছের চলাচল নির্বিঘ্নে রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এই দুই মাস মাছ শিকার বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।

বাউফলের বগি এলাকার জেলে সোহরাব মিয়া বলেন, ‘এই ৬-৭ মাস নদীতে মাছ আছেলে না। এহন মাছ পড়া শুরু করছে, আর সরকার অবরোধ দেছে। কি আর করমু, সরকারের নিয়ম মানতে হইবে আমাগো।’

অন্য এক জেলে শানু হাওলাদার বলেন, ‘হঠাৎ কইরা অবরোধ দেছে। আমরা জানিও না, মাইকিংও করে নাই। পরিবার পরিজন নিয়া কি কইরা খামু এই দুই মাস। মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার নাই।’

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ‘২০২০-২১ অর্থবছরে পটুয়াখালী জেলায় ৭০ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয়েছে। এ জন্য প্রচারের পাশাপাশি নিষেধাজ্ঞাকে সফল করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন