হোম > ছাপা সংস্করণ

ফেরার টিকিট সংকট, ভোগান্তি

সিলেট প্রতিনিধি

ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন সাইফুল ইসলাম। বেড়ানো শেষে গত শনিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাস বা ট্রেনের কোনো টিকিট পাচ্ছিলেন না।

সাইফুল বলেন, ‘ঈদের পরদিন সিলেটে বেড়াতে আসি। অফিসে ছুটি পাওনা ছিল, তাই ঈদের ছুটি ও সরকারি ছুটি ছাড়াও তিন দিন অতিরিক্ত ছুটি পেয়েছি। ফেরার সময় টিকিট পাব কি না এই নিয়ে সংশয় ছিল। অনেকেই আশ্বাস দিলেন, সিলেট থেকে সব সময় টিকিট পাওয়া যায়। তাই ফিরতি টিকিট করিনি। কিন্তু এখন ঢাকা যাওয়ার কোনো টিকিট পাচ্ছি না। সোমবার অফিসে যোগ দিতে হবে।’

সাইফুল ইসলামের মতো ঈদুল ফিতরের ছুটিতে অসংখ্য মানুষ সিলেটে এসেছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। বেড়ানো শেষে গত শনিবার রাত থেকেই ফিরতে শুরু করেন তাঁরা। সিলেটে যাঁরা বেড়াতে এসেছিলেন তাঁদের বেশির ভাগই ঢাকার বাসিন্দা। তাই ঢাকায় ফেরার বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। অনেকেরই কর্মস্থলে সময়মতো যোগদান নিয়ে আশঙ্কা রয়েছে।

ঈদের ছুটি পরবর্তী গত বৃহস্পতিবার প্রথম কর্মদিবস শুরু হলেও গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুদিন অনেকেই সিলেটে ঘুরে বেরিয়েছেন। লম্বা ছুটি কাটিয়ে গত শনিবার বাসস্থানে ফিরতে শুরু করেন মানুষ। তবে সিলেট থেকে ঢাকার বাস-ট্রেনের কোনো টিকিট পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েন অনেক যাত্রী। ট্রেনের টিকিট না পেয়ে অনেক যাত্রী বিভিন্ন বাসের কাউন্টারে ছুটে যান। তবে গত শনিবার রাত পর্যন্ত কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। তাই বাড়িতে ঈদ উদ্‌যাপন করতে যাওয়া সিলেটের অনেক বাসিন্দাও কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়েন।

নগরের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ডের বিভিন্ন টিকিট কাউন্টারে গিয়ে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত বাসের কোনো টিকিট নেই। অনেকেই আসা-যাওয়ার টিকিট আগেই বুকিং করে রেখেছিলেন। এই অগ্রিম টিকিট বুক করে রাখায় কোনো আসন ফাঁকা নেই। এ ছাড়া যা টিকিট ছিল সব গত শুক্রবার বিক্রি হয়ে গেছে। তাই শুক্রবার সকাল থেকেই টিকিট সংকট দেখা দিয়েছে।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন নগরীর মদীনামার্কেট এলাকার শামছুল হুদা। কদমতলী বাসস্ট্যান্ডে গত শনিবার রাতের টিকিটের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু কোনো টিকিট না পেয়ে খালি হাতে ফেরেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না। কিন্তু রোববার থেকে অফিস করতে হবে, তাই চিন্তা করছেন ট্রেনে স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাবেন।।

এদিকে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়েও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো টিকিট পাওয়া যায়নি। অন্যদিকে রেলওয়ের অনলাইনেও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো আসন ফাঁকা দেখা যায়নি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন