বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চলমান সার সংকট দূর করতে ৩৩ ডিলারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে বদলির সতর্কতা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজহার আলীর অনুরোধের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সার ডিলার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের নিয়ে জরুরি সভা করে উপজেলা প্রশাসন। প্রায় পাঁচ ঘণ্টার আলোচনায় বিভিন্ন অভিযোগ শোনার পর এসব সিদ্ধান্ত দেয় উপজেলা প্রশাসনের তদারকি কমিটি।
সভায় কৃষক লীগ নেতাদের অভিযোগ, বালিয়াডাঙ্গীতে অনুমোদিত ২৫ জন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার থাকলেও তাঁরা আছেন শুধু কাগজে-কলমে। বাস্তবে ১৫ জনের বেশি ডিলারের নির্ধারিত স্থানে দোকান বা গুদাম ঘর নেই। অনেকে অনুমতিপত্র ভাড়া দিয়েছেন বছরের পর বছর পর। এর ফলে বরাদ্দ থাকার পরও নিয়ম অনুযায়ী সার উত্তোলন করে কৃষকদের কাছে বিক্রি না করার কারণে ১ মাস ধরে সার সংকট শুরু হয়েছে।
কৃষক লীগ নেতাদের অভিযোগের সঙ্গে একমত হন ইউপি চেয়ারম্যানরা। তাঁরা বলেন, ‘কৃষি অফিস এবং ইউপির প্রতিনিধির উপস্থিতিতে বরাদ্দ করা সার কৃষক পর্যায়ে বিতরণ নিশ্চিত করতে হবে। কৃষকদের সারের ঘাটতি পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে খাদ্য সংকট হতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজহার আলী, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা, দিলিপ কুমার চ্যাটার্জি বাবু, সমর চ্যাটার্জি নূপুর, ফজলে রাব্বী রুবেল প্রমুখ।
এর আগে ১৬ আগস্ট আজকের পত্রিকায় ‘সারের দাম দ্বিগুণ, বিপাকে কৃষক’ নামে শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা কৃষক লীগের নেতারা বিভিন্ন সার ডিলারদের কাছে গিয়ে ঘটনার খোঁজখবর নেন। এরপর আন্দোলনের নামার আগে প্রশাসনকে ডিলারদের নিয়ে আলোচনায় বসতে অনুরোধ করলে এই সভা হয়।