হোম > ছাপা সংস্করণ

মব জাস্টিসের বিরুদ্ধে শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফজলুল হক মুসলিম হলের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা। দেশের বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটেছে। ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে কথা বলেছেন তারকারা। এমন অমানবিক ঘটনার নিন্দা জানিয়েছেন তাঁরা।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আব্বার কাছে শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর অনেকের মধ্যেই জোশ চলে আসছিল, সে-ই সব। সে নিজেই অভিযোগকারী, নিজেই বিচারক, নিজেই এক্সিকিউশনার। হাতে অস্ত্র আছে অথবা আছে মবের শক্তি। সুতরাং মারো, মেরে ফেল। ফল কী হয়েছিল, আমরা জানি।...আশা করছিলাম, এই নতুন স্বাধীনতাপ্রাপ্তির সাথে সাথে নতুন দায়িত্বের ব্যাপারটা আমরা উপলব্ধি করব। আমাদের দিলে রহম জিনিসটা আসবে। এক শ জন মববাজি করতে আসলে দুইজন হলেও রুখে দাঁড়াবে। ঢাকা আর জাহাঙ্গীরনগরে কি এ রকম চারজন ছিল না রুখে দাঁড়ানোর? এটা লজ্জার, বেদনার। সবাই দায়িত্ব নিই চলেন। মববাজি বন্ধ করেন।’

নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, ‘এই যে তোফাজ্জল নামের এক মানসিক অপ্রকৃতস্থ যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলল, আমি ভাবি, তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কী করতেন? আবরার ফাহাদের মায়ের কথাও ভাবি। আবরারকে যখন স্টাম্প দিয়ে পেটানো হচ্ছিল, তখন তার মা পাশে থাকলে কী কষ্টটা পেতেন! বিশ্বজিতের মায়ের কথা ভাবি, ছেলেকে কোপানোর সময় সামনে থাকলে কী করতেন তিনি ছেলেকে বাঁচাতে?...অন্ধকার লাগে সব। আমি আমার মায়ের কথা ভাবি। আমাকেও যদি কেউ এভাবে দলবেঁধে মেরে ফেলে, তাহলে আমার মায়ের কেমন লাগবে? আপনারাও ভাবেন কি?’

ফেসবুক পোস্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও প্রশ্ন তুলেছেন, ‘গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে?’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘ভাত! ভিডিওটি দেখতে পারলাম না। সম্ভব না। অজান্তেই ঠিকরে পানি পড়ছে চোখ বেয়ে। আমরা কি মানুষ? আমি বিচার চাই। কিন্তু আমরা এতই অমানুষ, জানি না, বিচার আছে কি নাই।’

কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘সঠিক বিচার না হলে এসব থামবে না! বিচার করো রাষ্ট্র। অপরাধের সঙ্গে কোনো আপস নাই, অপরাধীদের বিচার চাই।’

মৌসুমী হামিদ লিখেছেন, ‘আমি তোফাজ্জল হত্যার বিচার চাই । অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

তমা মির্জা লিখেছেন, ‘আমি বিচার চাই’।

প্রতিবাদ জানিয়ে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি জানান, এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে গান করবেন না তিনি। সানি লিখেছেন, ‘একজন শিল্পী হিসেবে এটা আমার বিবেকের প্রশ্ন। আমি খুনিদের বিচার চাই।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন