চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সেচযন্ত্র (শ্যালো মেশিন) চুরির সময় হৃদয় কুণ্ডু (২০) ও সবুজ (২০) নামে দুই তরুণকে হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে তাঁদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়।
তাঁদের বিরুদ্ধে শ্যালো মেশিনের মালিক জালাল উদ্দিন চৌগাছা থানায় মামলা করেছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হৃদয়ের বাড়ি ঝিকরগাছার অমৃতবাজার-মাগুরা গ্রামে এবং সবুজের বাড়ি একই উপজেলার ডহরমাগুরা গ্রামে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা শ্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়।