হোম > ছাপা সংস্করণ

চাহিদা আর জোগানের সূত্রটা যেখানে মিলেছে

জাহীদ রেজা নূর রূপপুর (পাবনা) থেকে ফিরে

উঁচু ভবনগুলোর উল্টো দিকে সারি সারি দোকানে বাংলার সঙ্গে রুশ নাম দেওয়া হয়েছে বাণিজ্যিক কারণেই। নাম দেখেই যেন রাশানরা বুঝতে পারেন, এই দোকানে কী পাওয়া যায়। আস্তে আস্তে নতুন ব্যবসায়ীরাও ঢুকছেন এই বাজারে। অর্থনীতি যে তার আপন নিয়মে কিছু পরিবর্তন নিয়ে আসে জীবনযাত্রায়, সেটা এখানে এলে টের পাওয়া যায়।

পাকশীর গ্রিন সিটির সামনে ‘রুস্কায়া মোদা’ বা ‘রাশিয়ান ফ্যাশন’ দোকানের নিচে দাঁড়িয়ে দুজন রুশ নাগরিক কথা বলছিলেন। আমরা যে চারজন বাঙালি এসেছি এখানে, তারা সবাই রাশিয়ায় পড়াশোনা করেছি। ফলে রুশ ভাষা আমাদের জন্য অবোধ্য কোনো ভাষা নয়। বন্ধু সুকান্ত মুখার্জি এগিয়ে যান তাঁদের দিকে। আমাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে সহাস্যে রাজি হয়ে যান তাঁরা। তাঁদের একজন রাশিয়ার ইভান, অন্যজন বেলারুশিয়ার সের্গেই।

রূপপুরে প্রতিদিন যে রুশ রূপকথার জন্ম হচ্ছে, এ আলোচনা তারই একটি অংশ। পরিচয়পর্বে আমাদের সঙ্গী একজন ডাক্তারি পড়ে এসেছেন শুনে জিজ্ঞেস করলেন ইভান, ‘কোন শহরে আপনি পড়েছেন?’

–ক্রাসনাদারে।

–আমার স্ত্রী পড়েছে ভলগাগ্রাদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ড. পেত্রোভ ছিলেন সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

–এখন তিনি কী করছেন?

–ও এখন একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করে।

–তাহলে প্রশ্ন করতে হয়, আপনার স্ত্রী ওখানে আর আপনি এখানে কেন? কেন একসঙ্গে নয়?

–এখানে আসার ইচ্ছে ছিল আমার। মূল কারণ অবশ্যই অর্থনৈতিক। টাকা রোজগারের জন্য যেকোনো দেশে যাওয়া যেত। কিন্তু আমার মনে হলো, এ দেশে আসাই ভালো।

–কেনাকাটা করতে গিয়ে সমস্যা হয় না? আঙুরের দাম হয়তো ২০০ টাকা কেজি, আপনার কাছে চাইল ৩০০ টাকা। দরদাম করতে হয় না?

–হ্যাঁ, হ্যাঁ, দরদাম করতে হয়। পৃথিবীর সব দেশেই এই ধরনের ব্যক্তিমালিকানাধীন দোকানে দরদাম করতে হয়।

-রাশিয়ায় তো কালবাসা (একধরনের সসেজ), স্মিতানা (ঘন দই) ছাড়া জীবন অচল। এখানে সেগুলোর জন্য মন কাঁদে না?

ইভান বলেন, ‘আমাদের তো দুই বছর সেনাবাহিনীতে সময় কাটাতে হয়। সে সময় সব ধরনের কষ্ট সহ্য করে নেওয়ার অভ্যাস গড়ে তোলা হয়। তাই খাওয়া নিয়ে সমস্যা হয় না।’

তাঁর কথা টেনে নিয়ে আন্দ্রেই বলেন, ‘আমরা ভাগ্যবান। এখানে মাংস তো পাওয়া যাচ্ছে!’

-আপনারা কোথায় খান?

-পারমাণবিক কেন্দ্রের স্তালোবায়াতে (ক্যানটিন), ক্যাফেতে। এখানে কত কিছু খাই, গ্রিল মুরগি, শিঙাড়া, মুড়ি, ভেড়া, বিরিয়ানি...এখানে রুশ খাবারের পাশাপাশি স্থানীয় খাবার, চীনা খাবার পাওয়া যায়, যখন যা মন চায়, খাই।

-বাড়ির জন্য মন কাঁদে না?

ইভান বলেন, ‘এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার।’ বলে হাসতে থাকেন। আন্দ্রেই বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, মন তো কাঁদেই।’

আন্দ্রেই বললেন, ‘আমি আমার লেখা একটা কবিতা পড়তে চাই।’ বলে শুরু করলেন কবিতা পাঠ। বড় কবিতা। তার শুরুটা এই রকম:

কল্পনার মতোই গল্পটা আমার

স্বপ্ন দেখেছিলাম রাতে

উড়ে যাচ্ছি আমি

অনেক ওপরে আকাশের কাছাকাছি ওঠার পর

টের পেলাম ডানা খুলে গেছে

এরপর ধীরে ধীরে পতনের শুরু

চারদিকে নিস্তব্ধ নীরবতা

কেউ শুনতে পাচ্ছিল না

আমি চিৎকার করে বলছিলাম, ‘বাঁচাও বাঁচাও’।

কবিতার নির্যাস হয় না, পুরোটা শুনে ব্যঞ্জনাটা ধরতে হয়। আন্দ্রেই-এর কবিতায় ফুটে উঠছিল একজন শান্তিবাদী মানুষের আর্তি। ‘স্বপ্ন নিয়ে বাঁচতে হলে ডানা হারিয়ো না’—এই ছিল মোদ্দা কথা। এটাই নাকি আন্দ্রেইয়ের স্বপ্ন।

তখন পড়ন্ত বিকেল। বাজার এলাকায় রুশদের আনাগোনা বেড়ে গেছে। ফলের দোকানের দিকে যাচ্ছেন অনেকে। দূর থেকেই বোঝা যাচ্ছে, সেখানে দরদাম করা হচ্ছে। বাঙালি বিক্রেতা অবলীলায় কথা বলে যাচ্ছেন রুশদের সঙ্গে। দু-একটা রুশ শব্দ ভেসে আসছে। দেখা যাচ্ছে, আঙুর, আপেল, নাশপাতি, ডালিমের প্রতি রুশদের আগ্রহ বেশি। আর মাল্টা-কমলা তো ওদের প্রাণপ্রিয় ফল। সেগুলোও বিকোচ্ছে দেদার।

একটু একটু করে বোঝা যাচ্ছে, রুশদের খাদ্যাভ্যাসের ব্যাপারটা মাথায় রেখে রেস্তোরাঁগুলো সাজিয়েছে তাদের মেন্যু, ফলের দোকানগুলো আনছে ফল, সবজির দোকানে আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপির আধিক্য।

খাদ্যাভ্যাস একটা দারুণ ব্যাপার। আমরা যখন রাশিয়ায় গিয়েছিলাম, তখন ওদের মসলাহীন খাবার দেখে থমকে দাঁড়াতাম। প্রথম প্রথম তা মুখ দিয়ে পেটে নামত না। তারপর একসময় সে খাবারের স্বাদ বুঝতে শিখলাম। এখানে এসেও মসলার প্রাবল্যে বাঙালি খাবারের ব্যাপারে বিস্ময় জাগে রাশানদের। তবে ধীরে ধীরে মসলার সঙ্গে পরিচিত হয়। তবে মূলত বাড়িতে যখন রান্না করে, তখন নিজেদের খাবারের দিকেই মনোযোগী হয়। রেস্তোরাঁয় খেতে গেলে বেছে নেয় সেই খাবারের ঘরগুলো, যেখানে মিলবে তাদের পছন্দের খাবার।

প্রজেক্টের মধ্যে ‘পাপা রোমা’ নামে দুটো রেস্তোরাঁ ছিল। সেখানে শেফ হিসেবে কাজ করতেন মো. আলমগীর। একটি প্রতিষ্ঠানের এমডি আর নিজের ভাই ওয়েস্টিনের শেফের কাছে শিখে নিয়েছিলেন রুশ রান্না। পরে এক বন্ধুর সঙ্গে মিলে গ্রিন সিটিতে ‘হেলদি ফুড’ নামে একটি রেস্তোরাঁ দিয়েছেন। তাঁর ৯৫ শতাংশ অতিথিই রাশান। রুশ খাবারের মধ্যে বোর্শ, এগ সালাদ, ভেনিগ্রেৎ সালাদ, খারচো, পিলমিনি রান্না করেন। রুশদের প্রিয় কাৎলেত আর প্লোফও বাদ যায় না। গ্রিল চিকেন করেন রাশান স্টাইলে। গ্রিল চিকেনগুলো আকারে বড়। ঢাকায় যে ছোট ছোট ব্রয়লার মুরগি দিয়ে গ্রিল চিকেন তৈরি করা হয়, তাতে রুশদের মন ভরে না। তারা বিক্রেতাকে বলে, ‘বালশোই দাভাই। নি নাদা ওস্ত্রি।’ অর্থাৎ ‘বড়টা দাও, ঝাল দিয়ো না।’ বাঙালিরা খেতে এলে তাদের জন্য ঝাল-মসলা আলাদা দেওয়া হয়।

কে না জানে, রুশদের প্রিয় খাবার বোর্শ। কালো রুটি দিয়ে বোর্শের মজাই আলাদা। হাড়সহ গরুর মাংস, বাঁধাকপি, বিট, আলু, ক্যাপসিকাম, গাজর আর টমেটো দিয়ে তৈরি এই খাবারটি খুবই শক্তিদায়ক। মো. আলমগীর সেই রান্নাটা খুব ভালো করেন বলে অনেক রাশানই তাঁর নিয়মিত খদ্দের। মো. আলমগীররা এখানে রুশ খাবারের জন্য কারখানাও বানিয়েছেন, যেখানে লুলিয়া কাবাব, পিলমিনি, বার্গারের বানসহ নানা কিছুই তৈরি করেন। গ্রিন সিটির ভেতরে যে দোকান রয়েছে, সেখানেও পাওয়া যায় প্যাকেটজাত এই খাবারগুলো।

অর্থনীতির চাহিদা আর জোগানের সূত্রটা যে খাঁটি, সে কথা এখানে এসে আরেকবার মনে হয়। আমরা এগিয়ে যাই একটা ফলের দোকানের দিকে। এরপর যাব একটা ফ্যাশন হাউসে, একটু আগেই কয়েকজনকে সেখানে ঢুকতে দেখেছি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন