নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বাংলাদেশকে এখন চোখ রাখতে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। আগামী মাসে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। এ লড়াইয়ে জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জামাল।
সাফ নিয়ে গতকাল সাংবাদিকদের জামাল বলেছেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমাদের ম্যাচ ধরে খেলতে হবে। আমরা যদি বলি জিতব, সেটা হবে না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
কোন উপায়ে সাফ জেতা সম্ভব, সেটি অজানা নয় জামালের। বলছেন, ‘যেহেতু এখানে সেমিফাইনাল নেই, ১২ পয়েন্টের মধ্যে ফাইনাল খেলতে হলে কমপক্ষে ১০ পয়েন্ট পেতে হবে। তাহলে ফাইনালে খেলা যাবে।’