হোম > ছাপা সংস্করণ

শুঁটকি মৌসুমে রাজস্ব আয় ৪ কোটি টাকা

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের দুবলাসহ বিভিন্ন চরে এই মৌসুমে ৬ হাজার ৫০০ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা।

গত ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত শুঁটকি আহরণে নিয়োজিত জেলে ও ব্যবসায়ীদের কাছ থেকে এই রাজস্ব সংগ্রহ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। যা গত বছরের থেকে প্রায় এক কোটি টাকা বেশি।

গত বছর ২০২০-২১ শুঁটকি মৌসুমে শুঁটকি থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩ কোটি ২০ লাখ টাকা। তবে মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড়-বৃষ্টিতে মাছ নষ্ট না হলে রাজস্বের পরিমাণ পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যেত বলে দাবি করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

টানা পাঁচ মাস মাছ আহরণের পরে বন বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে শুঁটকি আহরণ মৌসুম শেষ হয়েছে। বেশির ভাগ জেলেই জনমানবশূন্য সুন্দরবন ছেড়ে পরিবার-পরিজনের কাছে গেছেন। এখনো কিছু জেলে ও ব্যবসায়ীরা সুন্দরবনে রয়েছেন। যাঁরা নিজেদের মালামাল গুছিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গত বছরের থেকে এবার শুঁটকির উৎপাদন যেমন বেশি হয়েছে, রাজস্বও তেমনি বেশি হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত তাঁরা ৪ কোটি ২৮ লাখ ৬৯ হাজারা টাকা রাজস্ব আদায় করেছেন। যা গত বছরের তুলনায় প্রায় এক কোটি টাকা বেশি। জেলেরা বড় ধরনের কোনো ঝড়-জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে ভবিষ্যতেও রাজস্বের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, এবার মৌসুমের শুরু ও মাঝে বড় ধরনের দুটি প্রাকৃতিক দুর্যোগে জেলেদের প্রায় পাঁচ কোটি টাকার শুঁটকি নষ্ট হয়েছে। তারপরেও মাছ ভালো পাওয়ায় জেলেরা লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবে।

প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলা, আলোরকোল, মেহেরআলী চরসহ কয়েকটি চরে পলিথিন, কাঠ ও খড় দিয়ে অস্থায়ী তাবু করে বাস করেন জেলেরা। এই পাঁচ মাস প্রায় ১৫ হাজার জেলে মাছ আহরণ করেন। বিভিন্ন প্রজাতির মাছ প্রক্রিয়া করে কোনো প্রকার রাসায়নিক ছাড়া শুধুমাত্র রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করেন তাঁরা। রাসায়নিকমুক্ত হওয়ায় দেশে-বিদেশে দুবলার চরের শুঁটকির খ্যাতি রয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন