ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের দরগাখোলা বাজার এলাকা থেকে পুলিশ তাঁদের গাঁজাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোল্লাহাটের আস্থাইল খাঁ পাড়ার বোরহানউদ্দিন এবং গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের মো. হেলাল মোল্লা।
ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গাঁজাসহ আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।