হোম > ছাপা সংস্করণ

পাল্টাপাল্টি অভিযোগ চীন-ফিলিপাইনের

আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমায় ফিলিপাইনের সঙ্গে ফের সংঘাতে জড়িয়েছে চীন। গতকাল শনিবার দুই দেশের পক্ষ থেকেই এ পানিসীমায় নিজেদের উপকূলরক্ষী জাহাজগুলোতে ধাক্কা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের সাবিনা শোলের কাছে হওয়া সামুদ্রিক এই সংঘর্ষ এক মাসের মধ্যে দেশ দুটির মধ্যে এ ধরনের পঞ্চম সংঘর্ষের ঘটনা। 

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র জে টেরিয়েলা এক সংবাদ সম্মেলনে শনিবারের সংঘর্ষের বিভিন্ন ভিডিও প্রদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘চীনা কোস্ট গার্ডের জাহাজ ৫২০৫ প্রত্যক্ষ ও ইচ্ছাকৃতভাবে ফিলিপাইনের জাহাজটিকে ধাক্কা দিয়েছে। কোনো উসকানি ছাড়াই তারা এ কাজ করেছে।’ তিনি বলেন, এতে ফিলিপাইনের অন্যতম বৃহত্তম উপকূলরক্ষী র‌্যামিং ৯৭ মিটার (৩২০ ফুট) তেরেসা ম্যাগবানুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো কর্মী আহত হননি। 

চীনা উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র লিউ দেজুন এক বিবৃতিতে বলেছেন, ফিলিপাইনের একটি জাহাজ শোলে অঞ্চলে ‘অবৈধভাবে’ নোঙর করেছে এবং একটি চীনা জাহাজকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। ফিলিপাইনকে জাহাজটি অবিলম্বে প্রত্যাহার করা না হলে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

তেল, প্রাকৃতিক গ্যাস ও মাছের মজুতে সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের পানিপথে বছরে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের দাবি করা অংশসহ প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে বেইজিং। ২০১৬ সালে চীনের এমন দাবি নাকচ করে দেয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। তবে আদালতের এমন রায় প্রত্যাখ্যান করে বেইজিং।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন