হোম > ছাপা সংস্করণ

‘কালটার’ ব্যবহার নিষিদ্ধ করা হোক

সম্পাদকীয়

জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। এ সময়টা আমাদের দেশে আম-কাঁঠাল-জামের মৌসুম। এ সময়ে সারা দেশের মানুষ প্রিয় ফল খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ হয়। তবে কয়েক বছর হলো এখানকার আমবাগানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে একদিকে যেমন এখন আম বিক্রির উৎসব ভাব বিরাজ করছে, অপরদিকে অনেক আমগাছ কেটে ফেলতে হচ্ছে। মূলত ‘কালটার’ নামে একধরনের রাসায়নিক বছরের পর বছর ধরে আমগাছে ব্যবহারের কারণে সেই গাছগুলোয় আর আম ধরছে না। কালটার মূলত ফলন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের কারণে এখান বিঘার পর বিঘা জমির আমগাছে আর ফল আসছে না। তাই চাষিরা বাধ্য হয়ে গাছ কেটে ফেলছেন। এ নিয়ে ১৪ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায়, এই রাসায়নিক ব্যবহারের ফলে কয়েক বছর ভালোই আম পাওয়া গেছে। কিন্তু এখন আর সেভাবে ফলন পাওয়া যাচ্ছে না। মূলত কালটার অতিরিক্ত ব্যবহারের মাশুল দিতে হচ্ছে এখন। তাই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এখন শুধু আমবাগান ধ্বংসের চিত্রই চোখে পড়ছে। অপরদিকে গাছ কাটার কারণে কাঠ চেরাইয়ের জন্য জেলাজুড়ে বাগানের ভেতরে গড়ে উঠেছে অসংখ্য করাতকল।

কালটার রাসায়নিক ভারত থেকে চোরাই পথে এসব এলাকায় আসে। ওই এলাকার বাগানমালিকেরা নিজেরা আমের চাষ করেন না, তাঁরা ব্যবসায়ীদের কাছে বাগান বিক্রি করে দেন। আর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের লোভে পড়ে বেশি ফলনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেন। ব্যবসায়ীরা বাগানমালিকদের চোখকে ফাঁকি দিয়ে এ অপকর্মটি করেছেন। রাসায়নিক ব্যবহারেরও নিয়ম আছে। কিন্তু তাঁরা সেটা মানেননি। সঠিক মাত্রায় এই রাসায়নিক ব্যবহার না করার কারণে গাছ দিন দিন ফল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। এ অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের আমবাগান উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ইতিমধ্যে অনেক গাছ মারা গেছে বলে জানা গেছে। অবৈধ পথে আসা এই কালটার ভারতে বিভিন্ন এক বা দুই ফসলি জমিতে অধিক ফলনের জন্য ব্যবহার করা হয়; বিশেষ করে বেগুন, টমেটো, মরিচ, সরিষা, মিষ্টিকুমড়া প্রভৃতি এক ফসলের খেতে ব্যবহৃত হয়। কিন্তু আমগাছের মতো বহু বছর ধরে ফল দেয়—এমন গাছের জন্য এটি ভয়ানক ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক নিয়মে এক বছর আমের বাম্পার ফলন হলে পরের বছর ফলন হয় কম। তাই বলে ফলন বাড়ানোর জন্য আমের বাগানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়। এতে শুধু গাছের নয়, বরং ওই সব গাছের ফল খেলে মানুষেরও ক্ষতি হতে পারে।

এখন দরকার কালটার ব্যবহার নিষিদ্ধ করা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কালটার ব্যবহার নিয়ে চাষিদের সচেতন করাও দরকার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন