হোম > ছাপা সংস্করণ

দেশে অসমতা, অন্যায় বেড়েই চলেছে

জাবি প্রতিনিধি

অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ‘দেশে অসমতা ও অন্যায় বেড়েই চলেছে। বিশেষ করে বাজারকেন্দ্রিক অসমতা উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বিষয়ে পরিণত হয়েছে।’

গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের শ্রমবাজার অনেক সস্তা, তবে শ্রমিক আন্দোলন অনেক দুর্বল। শিক্ষার মান কমে গেছে।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অর্থনীতি বিভাগ আয়োজন করে ‘৫০ বছরে বাংলাদেশ: আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনব্যাপী অর্থনীতি বিষয়ক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ভার্চ্যুয়াল এ সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান।

আলোচনায় জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারিনি। তবে কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকাকেন্দ্রিক উন্নয়ন। ঢাকাকে যেন একটা উপাসনালয় বানিয়ে ফেলেছি। আমরা ডিজিটালি উন্নত হয়েছি, কিন্তু এর সঙ্গে ডিজিটাল বৈষম্যও বেড়েছে। ডিজিটাল হলেই যে উন্নতি হবে, বিষয়টা এ রকম নয়।’

অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে সকল নাগরিকের এটা পর্যালোচনা করা দরকার, আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও অর্জন কতটুকু। পাশাপাশি আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী। এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, অন্যান্য সকল ক্ষেত্রে এ পর্যালোচনা দরকারি। স্বাধীনতা, বিশ্ববিদ্যালয় এবং অর্থনীতি বিভাগ তিনটিই ৫০ বছরে উপনীত হয়েছে। তাই আমরা চাই এর একটা সঠিক পর্যালোচনা হোক।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন