হোম > ছাপা সংস্করণ

পিসিআর ল্যাব অচল ২ বছর

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হলেও গত দুই বছরে এর কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে কাগজে-কলমে নামমাত্র সাইনবোর্ডে সীমাবদ্ধ আরটি-পিসিআর ল্যাব। প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকা ও লোকবল নিয়োগ না হওয়ার কারণে চালু করা যায়নি ল্যাবটি। এ কারণে জেলায় করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

এদিকে করোনা শনাক্তকরণ এ ল্যাব স্থাপিত হলে বরগুনা জেলার ১২ লক্ষাধিক ও পটুয়াখালীর ১৮ লক্ষাধিক মানুষ এর সুবিধা পাবে। দীর্ঘদিন পটুয়াখালীতে করোনা শনাক্ত ও মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে আবারও শনাক্তের হার বাড়ছে। ফলে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে চিন্তিত জেলাবাসী। এ ছাড়া সমস্যা সমাধানে দ্রুত সরকার পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই দাবি তাঁদের।

জানা গেছে, ২০২০ সালের ৯ এপ্রিল বরিশাল বিভাগের মধ্যে প্রথম পটুয়াখালীর দুমকিতে দুলাল নামের এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়। শুরু থেকেই পটুয়াখালীতে করোনা শনাক্তকরণ ল্যাব না থাকায় বরিশাল ও ঢাকা থেকে করোনার পরীক্ষা করাতে হয়। সঠিক রিপোর্ট পেতে ৭ থেকে ১০ দিন সময় প্রয়োজন হয়। দ্রুত সময়ের মধ্যে কোভিড আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে সরকার পটুয়াখালীতে আর-টিপিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন, যা এখন শুধুই স্বপ্ন। দীর্ঘদিনেও ল্যাব চালু না হওয়ায় উপকূলীয় জেলা পটুয়াখালী ও বরগুনার লাখ লাখ মানুষ এর সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে পটুয়াখালীতে রেপিড অ্যান্টিজেন্ট টেস্ট ওজিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা শনাক্তকরণের কাজ চলছে।

ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই’-এর অ্যাডমিন মুশফিকুর রহমান তুহিন বলেন, ‘আমরা করোনার শুরু থেকে পটুয়াখালীতে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব দেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও ল্যাবটি চালু হয়নি। আমাদের দাবি দ্রুত ল্যাবটি চালু করা হোক।’

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, আরটি-পিসিআর ল্যাবের ভৌত অবকাঠামো নির্মাণকাজের জন্য ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নির্মাণকাজ শুরু করা হয়। ল্যাব স্থাপনের জন্য মেডিকেল কলেজের অস্থায়ী ভবনের নিচতলায় অবকাঠামো নির্মাণকাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাবের রুম প্রস্তুত রয়েছে। আরটি-পিসিআর ল্যাব চালু করার জন্য মেডিকেল টেকনোলজিষ্ট ৮ জন, ডেটা এন্টি অপারেটর ৪ জন, অফিস সহায়ক ৪ জন, পরিচ্ছন্নতাকর্মী ৪ জন প্রয়োজন। এ ছাড়া পরীক্ষার জন্য যন্ত্রাংশ প্রয়োজন, যা মন্ত্রণালয়ে ইতিমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে ও প্রক্রিয়াধীন রয়েছে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মতিন বলেন, ‘আরটি-পিসিআর ল্যাবের জন্য জনবল ও যন্ত্রাংশ নেই, যার কারণে এটি আমরা চালু করতে পারিনি। এর জন্য আমাদের আগের ডিসি সাহেব ও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তখন করোনার ঢেউ নিম্নমুখী ছিল। এখন যেহেতু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। আশা করি জনবল ও যন্ত্রাংশ পেলে খুব শিগগির ল্যাবের কার্যক্রম শুরু করা হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আবারও যোগাযোগ করা হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন