বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জবাসী। এই সংকটময় সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানা মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। নিজে অর্থ সহায়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জানাচ্ছেন। ফান্ড তৈরি করেও সাহায্য পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে সাহায্য পাঠানোর উপায় বলেছেন।
নিউইয়র্কে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিউইয়র্কে বসেই বানভাসি মানুষের জন্য গঠন করেছেন তহবিল। সেই তহবিলে শাকিব নিজেই দিয়েছেন বড় অঙ্কের টাকা। টিম শাকিব খান খুলেছে একটি ই-মেইল ঠিকানা, যার মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন অর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ওষুধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।
আসিফ ফেসবুকে লিখেছেন, ‘’৮৮, ’৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’
বিশ্বসংগীত দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে একটি কনসার্টে গাইবে চিরকুট। সেই কনসার্টে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছেন চিরকুট-প্রধান শারমিন সুলতানা সুমি।নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত আহ্বান জানিয়েছেন সবার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর। দেশের সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দিই সহযোগিতার হাত।’
গত শুক্রবার মুক্তি পায় দুটি সিনেমা। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় সকালের প্রদর্শনী বাতিল হয়। সিনেমা দুটির পরিচালক ঘোষণা দিয়েছেন, সিনেমার লভ্যাংশ বন্যায় দুর্গত মানুষের জন্য খরচ করবেন। ৪১টি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার পক্ষ থেকে পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছেন, মুক্তির প্রথম সপ্তাহের টিকিটের টাকা থেকে হলমালিকের অংশ বাদ দিয়ে পুরো টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করবেন। অন্যদিকে ‘তালাশ’ সিনেমার পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, আয়ের একটা অংশসহ ফান্ড তৈরি করে সিলেটের উদ্দেশে রওনা হবেন।