সিলেট প্রতিনিধি
কাউন্সিলের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর সিলেট জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।
গতকাল মঙ্গলবার সম্মেলন শেষে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্টারি মাঠে চলে একটানা ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার জানান, কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে ১ হাজার ৭২৬ জন ভোট দিয়েছেন। কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।
এ ছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পান। আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।
এদিকে কাউন্সিল স্থগিত করার পর নানা নাটকীয় মোড় নেয় বিএনপির কাউন্সিল ও সম্মেলন সংশ্লিষ্ট কার্যক্রমে। ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য যাচাই বাছাই কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে শেষ মুহূর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করা ছিল এর মধ্যে উল্লেখ্যযোগ্য।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকার পর নেতা–কর্মীদের চাপে ও ক্ষোভে ২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হয়। তখন কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে গঠিত আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। তিন মাসের ওই কমিটিও প্রায় আড়াই বছর চলে। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয় নতুন নেতৃত্ব।