হোম > ছাপা সংস্করণ

ভূমি কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি উপসহকারী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ইউনিয়নের গুপ্টি মৌজার ২০ শতক ভূমি খারিজ করানোর জন্য শহিদুল্লাহ মিয়া নামের এক গ্রাহকের কাছে ৭০ হাজার টাকা ঘুষ চেয়েছেন আনোয়ারুল আজিম। ভুক্তভোগী কিছু কম দিতে চাইলে প্রথমে ১০ হাজার, পরে আরও ১০ হাজার কমিয়ে ৫০ হাজার টাকায় রাজি হন।

এ বিষয়ে ভুক্তভোগী শহিদুল্লাহ মিয়া বলেন, ৪৫ হাজার টাকা নেওয়ার পরও জমির খারিজ করে দেননি। পরে ওই ঘটনার গোপন ভিডিওটি গ্রাহক তাঁর (শহিদুল্লাহ) এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ঘুষ ছাড়া কোনো কাজই করতে চান না আনোয়ারুল।

অভিযোগ অস্বীকার করে আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, তিনি ঘুষ চাননি, কিংবা নেননি। তিনি ষড়যন্ত্রের শিকার।
 
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বাহাদুর শাহ বলেন, ‘শহিদুল্লাহ মিয়া তাঁর অর্পিত খ-তালিকার জমি ভিপি খারিজের জন্য আবেদন করেন। তাঁর কাগজপত্রের সঙ্গে ভিপি খারিজের মিল নেই। যতটুকু মিল রয়েছে, আমি ততটুকুর রিপোর্ট দিয়েছি।’ 

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ‘অভিযোগ তদন্তের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছি। প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন