কলকাতা প্রতিনিধি
দীপাবলির রাতে বাজি পোড়ানোর জেরে মারাত্মক বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। এর মধ্যেই শীতের হাত ধরে কুয়াশাও পড়তে শুরু করেছে। ফলে কুয়াশা আর বাজির ধোঁয়ায় এবার বায়ুদূষণের মাত্রা বিপৎসীমা পেরিয়ে গেছে, ছাড়িয়ে গেছে অতীতের প্রায় সব রেকর্ড। শুধু দিল্লি নয়, দূষণ ছড়িয়েছে এর আশপাশের শহরেও।
দীপাবলির পর দিল্লির বায়ুদূষণের মাত্রা বাড়বে বলে আগেই সতর্ক করেছিলেন আবহাওয়াবিদেরা। তাঁদের সেই শঙ্কাকে সত্যি করে গত শুক্রবার দিবাগত রাত ৩টা নাগাদ বাতাসের মান সূচকে শহরটির স্কোর বেড়ে হয় ৭৭৪.৬৯। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৬টায় এ স্কোর ছিল ৬৬১। দীপাবলির আগে শুধু খড় পোড়ানোর কারণে রাজধানীর দূষণের মাত্রা ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলেও দূষণের মাত্রা ভয়াবহ।