হোম > ছাপা সংস্করণ

দোকানের পেটে সড়ক

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরের নওয়াপাড়া বাজারের ব্যস্ততম চুরিপট্টি-মুদিপট্টির সড়ক দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সড়কটি ১২ ফুট হলেও দোকানিদের দখলে চলে গেছে ৭ থেকে ৮ ফুট।

ফলে সড়ক সরু হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যান চালকদের। দিনের পর দিন এ অবস্থা চললেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, নওয়াপাড়া বাজারের বেশির ভাগ সড়ক এখন দোকানিদের দখলে। মূল সড়ক থেকে অলিগলি সবখানেই এ অবস্থা। বছরের পর বছর সড়কের ওপরেই চলছে দোকান বসিয়ে ব্যবসা। বিশেষ করে নওয়াপাড়া বাজারে মুদিপট্টি, পলিথিন পট্টি, হার্ডওয়্যার এবং চুড়িপট্টি সড়ক দখল চলে যাওয়ায় সরু হয়ে গেছে। ফলে পণ্য আনা-নেওয়া আর ক্রেতা-বিক্রেতার ভিড়ে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলসহ হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ।

পৌরসভা সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারে চলাচলের জন্য অনেকগুলো গলি পথ আছে। এর মধ্যে কয়েকটি ব্যস্ততম। পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় সড়কের জায়গা দখল করা দোকানগুলো উচ্ছেদ করলেও তা স্থায়ী হয়নি। উচ্ছেদের কিছুদিন পরেই ফের দোকানের সামনের জায়গা দখল করছে। অলিগলির রাস্তার ওপরে গড়ে ওঠা দোকানগুলোর যেন স্থায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে নওয়াপাড়া বাজারের অধিকাংশ রাস্তার দৃশ্য এটি।

গত শনিবার সকালে সরেজমিন দেখা যায়, নওয়াপাড়া বাজারে হাইস্কুল গেটের সামনে থেকে কাঁচাবাজার, বীজ ও চারা বিক্রির গলি, চুড়িপট্টি গলি, সোনাপট্টি গলিতে অবৈধভাবে দোকান বর্ধিত করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দিয়ে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। একই চিত্র নওয়াপাড়া বাজারের প্রতিটি গলিতে।

মুদিপট্টির কয়েকজন দোকানি বলেন, মুষ্টিমেয় কিছু দোকানির খামখেয়ালিপনার কারণে নওয়াপাড়া মুদিপট্টিতে যানজট লেগেই থাকছে। তারা ইচ্ছা মতো দোকানের সামনের অংশ চৌকি বসিয়ে সড়ক দখল করে নিয়েছেন। সামনের জায়গা দখলের প্রতিযোগিতার কারণে এখন ১২ ফুট রাস্তা সংকুচিত হয়ে ৬ ফুটে দাঁড়িয়েছে।’

নওয়াপাড়া বাজারের স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ দীর্ঘ ত্রিশ বছর ধরে বাস করে আসছেন। সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘আগে বাজারের একটি নিয়মশৃঙ্খলা ছিল, কিন্তু বর্তমানে নওয়াপাড়া বাজার যন্ত্রণাদায়ক নগরী। যেখানে কোনো শৃঙ্খলা নেই। বর্তমানে বাজারের ভেতরের সব গলি দখলের কারণে সরু হয়ে গেছে। একসঙ্গে দুটি রিকশা-ভ্যান চলতে পারে না। এতে পথ চলতে চরম ভোগান্তি ও অস্বস্তিতে পড়তে হয়।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যবসায়ী জানান, একটি মহলকে হাত করে তাঁরা সড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা করছেন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার বলেন, ‘আমরা অনেকবার গলি দখলমুক্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছি; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যদি বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে বাজারে ব্যাপক ক্ষতি হবে।’

নওয়াপাড়ার বাজার এলাকার কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে দায়িত্ব বুঝে পেয়েছি। তবে যারা সড়ক দখল করে দোকানের স্থান বৃদ্ধি করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে দোকানিদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। কারণ, ফুটপাতের দোকান থেকে কোনো খাজনা আদায় করা হয় না।’

সুশান্ত কুমার দাস শান্ত বলেন, ‘ম্যাজিস্ট্রেট দিয়ে দুই-এক মাস পরপর অবৈধ দোকান উচ্ছেদ করি। এটি আমাদের চলমান প্রক্রিয়া। জনগণের অসুবিধা করে আমরা কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেব না। শিগগির আবার আমরা ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করব।’

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ‘খুব দ্রুত পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে দখল হয়ে যাওয়া সড়ক ও ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হবে। মাসিক আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত অভিযান চালানো হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন