সিলেট সংবাদদাতা ও সুনামগঞ্জ প্রতিনিধি
মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাংবাদিক পীর হাবিবুর রহমানকে। সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে গতকাল বিকেলে তাঁকে সমাহিত করা হয়। এর আগে বেলা দেড়টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরদেহ পৌঁছালে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে জানাজায় অংশ নেন সুনামগঞ্জ সাংসদ মুহিবুর রহমান মানিক, পীর হাবিবের ছোট ভাই সাংসদ পীর মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
এদিকে গত রোববার রাতে শ্রদ্ধা আর ভালোবাসায় সাংবাদিক পীর হাবিবুর রহমানকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায় জানানো হয়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাত ৮টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত ১০টায় তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স শহীদ মিনারে পৌঁছায়। এ সময় পীর হাবিবুর রহমানের মরদেহ দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এক ঘণ্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর রাত ১১টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়।
এ সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক লিয়াকত শাহ্ ফরিদী, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংবাদিক রেজওয়ান আহমদ ও সাংবাদিক শাহ্ দিদার আলম নবেল স্মৃতিচারণ করেন।