সিলেট প্রতিনিধি
সিলেটে পালিত হয়েছে জেনারেল (অব.) আতাউল গনি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী। গতকাল বুধবার হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে তাঁর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী, সিলেট জেলা প্রেসক্লাব, ওসমানী স্মৃতি পরিষদ, ভাসানী-ওসমানী স্মৃতি সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক ও কমান্ড্যান্ট এসআইঅ্যান্ডটি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী যথাযথ সামরিক মর্যাদায় ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে।