সিলেট প্রতিনিধি
২০১৬ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সারা বেগমকে (২২) সিলেট নগরের আখালিয়া এলাকার নোঁয়াপাড়ায় নিয়ে আসেন আলমগীর হোসেন। তবে দীর্ঘ ছয় বছরেও বিয়ে করেননি তাঁকে। অবশেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন সারা বেগম।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আলমগীর হোসেন এর আগে একটি বিয়ে করেছেন। তিনি ২০১৬ সালে সারাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে আসেন। তবে পরবর্তী সময়ে আলমগীর ওই মেয়েকে আর বিয়ে করেননি। মানসিক চাপেই সারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, সার্বিক পরিস্থিতিতে ওই তরুণীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আলমগীর হোসেন তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে এখানে নিয়ে আসেন। তবে তিনি তাকে বিয়ে করেননি।
জালালাবাদ থানার উপসহকারী পরিদর্শক মাহবুব বলেন, আলমগীর হোসেন বেশির ভাগ সময় তাঁর স্ত্রীর কাছে থাকতেন। সারাকে নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল।