বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় ১৪ বছর আগে সাদিক আহমেদ বানিয়েছিলেন সিনেমা ‘দ্য লাস্ট ঠাকুর’। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে সিনেমাটি। বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতার এই সিনেমা। এ বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এই নির্মাতা। তবে তিনি ফিরেছেন শুটিংয়ে, নতুন সিনেমা নিয়ে। নাম ‘সিটি অব ওজ’। পরিচালক সাদিক আহমেদ বলেন, ‘সিনেমাটি একটি ম্যাজিক্যাল গল্প নিয়ে তৈরি হবে। চরিত্রগুলো সব মৃত।’
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে।
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি বেশ রহস্যময়। গল্পটিও অন্য রকম। চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দারুণ কিছু হচ্ছে। নতুন কিছু হচ্ছে।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এত বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম পাদরি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিটি অব ওজ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
বাংলাদেশে জন্মগ্রহণ করা সাদিক আহমেদ ব্রিটেনের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।