নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সনাতন ধর্মবিশ্বাসমতে, সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সাদা রাজহাঁসের পিঠে চেপে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে।
আজ বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।
কাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে দর্পণ বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে পূজা।