বিনোদন ডেস্ক
২০১৭ সাল সৌদি আরবের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ বছর। ওই বছর সিনেমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ২০১৮ সাল থেকে সৌদি আরবের সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়। এরপর তরতরিয়ে বাড়ছে দেশটির সিনেমা হলের সংখ্যা। তবে এসব হলে বেশির ভাগই চলে বিদেশি সিনেমা। সৌদি আরবের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে এবং চলচ্চিত্র নির্মাণে দেশটির তরুণদের দক্ষ করে তোলার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদির পরিকল্পিত শহর নিওমে স্থাপন করা হয়েছে চলচ্চিত্র ও টিভি প্রোডাকশন হাব। সেখানে সৌদির তরুণদের চলচ্চিত্র নির্মাণের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়নে দেশটি হাত মিলিয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। দক্ষিণ কোরিয়ার জাতীয় চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী, সৌদির তরুণদের চলচ্চিত্র নির্মাণের ওপর প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। এ প্রশিক্ষণের আওতায় রয়েছে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য লেখা, চিত্রগ্রহণ, আলো ও সাউন্ড ডিজাইনের ওপর বিশেষ কর্মশালা ও মাস্টার ক্লাস। আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে এ কার্যক্রম।
নিওমের মিডিয়া ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ও কালচার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ওয়েন বোর্গ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ কোরিয়ার সিনেমার অর্জনের কথা কারও অজানা নয়। তাদের সঙ্গে আমাদের এই চুক্তির উদ্দেশ্য হলো, সৌদি চলচ্চিত্রের মান বাড়ানো, আন্তর্জাতিক বাজারে একটা জায়গা তৈরি করা, তরুণ প্রতিভা লালনপালন, বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রযোজনার সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি সৌদির সিনেমায় গল্প বলার ধরনে একটি নতুন যুগের সূচনা করা।’