আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকবিরোধী অভিযানে ছয়জন চোলাই মদ বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হয়। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল সোমবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ও ইউসুফপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়। এ সময় ওই ছয়জনকে মাদকবিক্রেতা ও সেবীকে দুই দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার ইউসুফপুর গ্রামের উজ্জ্বল পাহান, সুজন পাহান, বিচিত্রা পাহান, সৌখিন পাহান, সমরা পাহান ও বিশ্বানাথ পাহান।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্তদের গতকাল দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।