কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া উপজেলায় ২০০ প্রতিবন্ধী শিশুদের খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পৌর মার্কেটে অবস্থিত এক রেস্তোরাঁয় এ খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী শিশুদের নগদ ১০০ টাকাও দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে প্রতিবন্ধী শিশুদের খাবার ও টাকা দেন। উপজেলার মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন ও চাং পাং চাইনিজ রেস্টুরেন্ট এর আয়োজন করে।
এ সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখের সভাপতিত্বে খাবার বিতরণে বক্তব্য দেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামচুদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস।
এক প্রতিবন্ধী শিশুর মা সূর্য বেগম বলেন, ‘আমার মেয়েকে উন্নত খাবার ও যাতায়াতের জন্য ১০০ টাকা দিয়েছে। এ জন্য আমরা খুশি।’
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ নামে আমার একটি প্রতিবন্ধী শিশু ছিল। সে ১১ বছর বয়সে মারা যায়। তার জন্য মাসে আনুমানিক যে টাকা খরচ হতো তা আমি এলাকার প্রতিবন্ধী শিশুদের কল্যাণে ব্যয় করি।