দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এ প্রশিক্ষণে ২৬৭ জন অংশগ্রহণ করেন। এ সময় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর, দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, দেবহাটার (সখিপুর, নওয়াপাড়া) ইউপি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সেখ শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়, কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাঈন, শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার।
এ সময় ২৮ নভেম্বর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।