কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় নয় দিন ধরে অনুমোদন ছাড়াই চলছিল পৌষ ও ফার্নিচার মেলা। তবে গতকাল শনিবার দুপুরে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেন।
জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকায় ঐতিহ্যবাহী বকুল তলায় গত ১৪ জানুয়ারি শীতলক্ষ্যা নদীর তীরে শুরু হয় মেলা। এতে ৩ শতাধিক স্টলে বিভিন্ন পণ্য ও ফার্নিচারের পসরা সাজান ব্যবসায়ীরা। করোনা নিয়ন্ত্রণে জনসমাগম বন্ধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের জারি নির্দেশনা উপেক্ষা করেই চলছিল মেলাটি।
ইউএনও মো. আসসাদিকজামান আজকের পত্রিকাকে বলেন, যেহেতু করোনার প্রাদুর্ভাব সারা দেশে বেড়েই চলছে তাই এ ধরনের মেলা থাকাটা আত্মঘাতীর শামিল। তা ছাড়া মেলা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই তা পরিচালনা করে আসছিল। করোনা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।