ঠাকুরগাঁও প্রতিনিধি
অন্য ফসলে লোকসান গুনতে হলেও করলা চাষ করে লাভবান হচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। চাষাবাদের সময় ও উৎপাদন খরচ কম লাগায় প্রতিবছরই বাড়ছে করলা আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার করলা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় করলা চাষ করা হয়েছে। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এই সবজির চাষ করছেন কৃষকেরা। এর পাশাপাশি অনেকেই চাষ করেছেন চালকুমড়া, লাউসহ বিভিন্ন জাতের সবজি।
সদর উপজেলার রুহিয়া খড়িবাড়ি করলাচাষি চান মিয়া বলেন, প্রতি মণ করলা মাঠে পাইকারি দরে বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকা। এক একর জমিতে করলা উৎপাদনে খরচ পড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা, এই পরিমাণ জমিতে করলা বিক্রি হয় লক্ষাধিক টাকা।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৬৯৬ হেক্টর জমিতে করলাসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। ভবিষ্যতে করলা চাষ আরও বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আজিজ বলেন, কৃষকেরা উচ্চ ফলনশীল জাতের করলা উৎপাদন করে লাভবান হচ্ছেন।