ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তের দাবিতে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
প্রতিবন্ধী ব্যক্তিরা মানব গোষ্ঠীর সবচেয়ে পিছিয়ে পড়া সন্তান উল্লেখ করে বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্তের জন্য একটি স্মারকলিপি জেলা সমাজ সেবা উপপরিচালক সাইয়েদা সুলতানার কাছে জমা দেন শিক্ষকেরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মনিরা আহমেদ, আরএসডি আনন্দ প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক ইকলিমা খাতুন, মিন্দগড় প্রতিবন্ধী ও অটিস্টিক পুনর্বাসন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক।