হোম > ছাপা সংস্করণ

আলোয় সাজুক ঘর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘর সাজাতে বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়। ঘরের লুক বদলে দিতে লাইটিংয়ের জুড়ি নেই। তবে ঘর বুঝে মানানসই লাইট লাগাতে হবে।

বসার ঘর
বসার ঘরে অনেকেই ঝাড়বাতি লাগান। তবে বড় আয়তনের ঘরেই এই ঝাড়বাতি মানায়। অবশ্য ঘর খুব বড় না হলে ছোট আকারের ঝাড়বাতি বেছে নিতে পারেন। বিভিন্ন ফুলের নকশা বা চার কোনাকৃতির ঝাড়বাতি ছোট আকারের বসার ঘরে ভালো মানায়।

খাবার ঘর
খাবারের টেবিলের ওপর শেডসহ পেনডেন্ট লাইট খুব ভালো মানায়। ঘর বড় হলে দেয়ালে লাইট ব্যবহার করতে পারেন। খাবারের টেবিলের পাশে যদি কোনো কর্নার থাকে, সেখানে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে স্পটলাইটও লাগিয়ে নিতে পারেন। ছোট-বড় কয়েকটি হ্যাংগিং লাইটও ঘরে অন্য রকম শোভা দেবে।

শোয়ার ঘর
শোয়ার ঘরে ওয়াল লাইট থাকে। বিছানার পাশে ছোট টেবিলে সুন্দর শেডওয়ালা টেবিল ল্যাম্প লাগাতে পারেন। এ ছাড়া ঘরে ডিমার লাইটের ব্যবস্থা রাখুন। ড্রেসিং টেবিলের ওপর স্পটলাইট লাগাতে পারেন।

ঘরের প্যাসেজ
ঘরের প্যাসেজ বা প্রবেশপথে আলোর ব্যবস্থা রাখুন। সিলিং লাইট এখানে বেশি মানানসই। প্যাসেজের দেয়ালে পেইন্টিং, আয়না বা ওয়াল ডেকোরেটিভ আইটেম থাকলে তার ওপর ব্যবহার করুন স্পটলাইট।

শিশুর ঘর
ছোটদের ঘরেও বিভিন্ন ডেকোরেটিভ লাইট ব্যবহার করতে পারেন। তবে ঘর গরম হয়ে যায় এমন লাইট ব্যবহার না করাই ভালো। পড়ার টেবিলে রাখুন টেবিল ল্যাম্প।

সূত্র: হোমলেন

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন