বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রত্যন্ত অঞ্চলের একটি যৌথ পরিবার। সেই পরিবারে সবাই বোকা। অদ্ভুত সব কীর্তিকলাপ করেন তাঁরা। তাঁদের বোকামিতে অন্যরা বেশ মজা পান, কখনো হন বিরক্ত। কিন্তু তাঁরা সবাই মানুষ ভালো।
এমন একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। লিখেছেন ফজলুল সেলিম, পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম ২৬ পর্বের শুটিং শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। এর আগে ‘সম্রাট’, ‘সোনার শেকল’, ‘হাওয়াই মিঠাই’, ‘বাতিঘর’, ‘মামলাবাজ’সহ বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন নির্মাতা সৈয়দ শাকিল। ‘বোকা পরিবার’ নিয়েও তিনি ভীষণ আশাবাদী।
সৈয়দ শাকিল বলেন, ‘যে পরিবারের গল্প নিয়ে ধারাবাহিকটি তৈরি হচ্ছে, ওই পরিবারে বাবার দিকের সবাই বোকা। সেই বোকামির বিষয়টিই সচেতনতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’
‘বোকা পরিবার’ ধারাবাহিকে অভিনয় করছেন এজাজুল ইসলাম, শিরীন আলম, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, মীর সাব্বির, সাজু খাদেম, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, ঊর্মিলা শ্রাবন্তী কর, রিমি করিম, নায়মা আলম মাহা প্রমুখ।
অভিনেতা মীর সাব্বির বলেন, ‘এর আগে শাকিল ভাইয়ের নির্দেশনায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছি। তিনি মেধাবী একজন পরিচালক, পাশাপাশি একজন ভালো মানুষ। এবারের নাটকটি নিয়েও অনেক আশাবাদী আমি।’
নাদিয়া আহমেদ বলেন, ‘শাকিল ভাইয়ের নির্দেশনায় কাজ করে বরাবরই তৃপ্তি পাই। কারণ, তিনি প্রতিটি চরিত্র ভীষণ যত্ন নিয়ে তৈরি করেন। “বোকা পরিবার”-এ অভিনয় করেও ভালো লেগেছে।’