কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটন করপোরেশনের ৫০ বছর পূর্তিতে কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পর্যটন হলিডে হোমসের আয়োজনে শোভাযাত্রাটি কুয়াকাটার মূল সড়ক ও সৈকত পরিদর্শন শেষে হলিডে হোমসের হল রুমে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মিজানুর রহমান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের ম্যানেজার শাখের হোসাইন প্রমুখ। এ সময় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ট্যুর গাইড অ্যাসোসিয়েশনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।