দিনাজপুর প্রতিনিধি
ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে বোচাগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী স্বাক্ষরিত এক পত্রে বলা হয় বহিষ্কৃতদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রকম সম্পর্ক সম্পর্ক থাকবে না।
নেতারা হলেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাফানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, ৬ নম্বর রনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. আমিনুল হক, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাহফুজুর রহমান ও মো. রফিকুল ইসলাম।